• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

কলাপাড়ায় ৩ বাস থেকে ২৫ মণ জাটকা জব্দ

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬
ছবি: আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ায় আরপি পরিবহন, মডার্ন পরিবহন ও সিলাইন পরিবহন নামের তিনটি যাত্রীবাহী বাস থেকে ২৫ মণ জাটকা ইলিশ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা পরিবহনের দায়ে তিন চালককে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টায় শেখ কামাল সেতু এলাকা থেকে এসব মাছ আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। পরে রাত সাড়ে ১১টার দিকে ৯৬টি মাদরাসা ও হতদরিদ্র মানুষের মাঝে এসব মাছ বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাছ আটক করা হয়। জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অসাধু জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৫০০ কেজি জাটকা জব্দ
কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক 
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১৬০০ কেজি জাটকা জব্দ
কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ উদ্ধার