টঙ্গীতে জোড় ইজতেমার তৃতীয় দিনের বয়ান চলছে
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমায় আজ তৃতীয় দিনের আম বয়ান চলছে।
রোববার (১ ডিসেম্বর) ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ইসলামি দাওয়াতি আম বয়ান। যা চলবে রাত ১০টা পর্যন্ত। ইজতেমায় অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থানের মুসল্লিরা। ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন তারা।
এরপর ৩ ডিসেম্বর ইজতেমার সমাপ্তি ঘটবে। প্রথম পর্বের জোড় ইজতেমার আয়োজন করেন শুরায়ী নেজাম (মাওলানা যোবায়ের অনুসারীরা)। এরপর দ্বিতীয় পর্ব মাওলানা সাদ অনুসারীদের জোড় ইজতেমা আগামী ১৯ ডিসেম্বর শুরু হয়ে ২৩ ডিসেম্বরে শেষ হবে।
আয়োজকরা জানিয়েছেন, জোড় ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইজতেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা। এই জোড় ইজতেমা থেকেই সিদ্ধান্ত হবে কীভাবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা সফল করা যায়।
জোড় ইজতেমা হলো তাবলিগ জামাতের একটি অনুষ্ঠান। বিশ্ব ইজতেমার আগে এই ইজতেমা অনুষ্ঠিত হয়। তবে, তাবলিগ জামাতের সব সাথিই জোড় ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন না। সাধারণত, তিন চিল্লার সাথিদের নিয়ে এই ইজতেমা অনুষ্ঠিত হয়।
আরটিভি/এএএ
মন্তব্য করুন