মাগুরায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
নেশার টাকা না পেয়ে বৃদ্ধ বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক ছেলে।
রোববার (১ ডিসেম্বর) মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সুরমান শেখ (৭৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। তার মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার আঠারখাদা গ্রামের চা বিক্রেতা সুরমান শেখের ছোট ছেলে মফিজুর শেখ (৩৫) দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত। নানা সময় বাবাকে নেশার টাকার জন্য নির্যাতন করে আসছিলেন। গত কয়েক দিন আগে বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয়। বাবাকে নিজের নামে জমি লিখে দিতে বলেন ছেলে মফিজুর। এতে বাবা অস্বীকৃতি জানালে মফিজুর আজ সকাল সাড়ে ৯টার দিকে একটি ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর মাদকাসক্ত মফিজুরকে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মফিজুর নেশাগ্রস্ত ছিল। বিভিন্ন সময় তার বাবার কাছে নেশার টাকার জন্য হুমকি দিত এবং মারধর করত। অভিযুক্ত ছেলেকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
আরটিভি/এএএ
মন্তব্য করুন