• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

আমরা দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না: জামায়াত আমির

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৫০
ছবি : আরটিভি

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেউ জুলুম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে অফিস-আদালত কোথাও গিয়ে আপনি লাঞ্ছিত হবেন না। কোনো মানুষ হয়রানির শিকার হবেন না। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবেন। শ্রমিক তার ঘামের ন্যায্য মূল্য পাবেন। বিচারক তার আসনে বসে মানুষের ওপর জুলুম করবেন না।

তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে তারা এসব কাজ বাস্তবায়ন করবে।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

এ সময় অন্যান্যের মধ্যে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বক্তব্য দেন।

সম্মেলন শেষে জামায়াতের আমির ঝালকাঠির নেছারাবাদ এনএস কামিল মাদরাসার মাঠে এক সুধী সমাবেশে অংশ নেন।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল: জামায়াত আমির
দেশের এক ইঞ্চি জমি কাউকে দেব না: জামায়াত আমির
মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না: জামায়াত আমির 
আ.লীগ মানুষকে মানুষ মনে করেনি: জামায়াত আমির