লক্ষ্মীপুরে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির ১৫তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন’ পাওয়ার্ড বাই আরএফএল পাইপ এন্ড ফিটিংস শীর্ষক অনুষ্ঠানের লক্ষ্মীপুর জোনের অডিশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের আইডিয়াল আলিম মাদরাসা থেকে প্রতিযোগীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়। প্রথমিক বাছাই পর্বে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আরটিভির নিয়মিত বিচারক হাফেজ মুহাম্মদ তারেক জামিল, ঢাকা আশুলিয়ার দারুল হুদা হাফিজিয়া, আলিম মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি আবু জাফর সিদ্দিকী ও আইডিয়াল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন।
প্রতিযোগিতা শেষে নির্বাচিতদের পরবর্তী রাউন্ডের জন্য ইয়েস কার্ড প্রদান করা হয়।
আরটিভি/এমএ
মন্তব্য করুন