• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৮
ছবি : আরটিভি

পার্বত্য চুক্তিতে বাংলাদেশের পবিত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে চুক্তি পুনর্মূল্যায়ন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি শহরের একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি সাব্বির আহম্মদ, সাধারণ সম্পাদক সোলায়মান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক, পৌর কমিটির সভাপতি মো. ইব্রাহিম প্রমুখ।

লিখিত বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা কমিটির সভাপতি সাব্বির আহম্মদ বলেন, পার্বত্য চুক্তির ২৭ বছরে পাহাড়ে চরটি সন্ত্রাসী গ্রুপের চাঁদাবাজি ও তাদের নিজের মধ্যে সংর্ঘষের কারণে অশান্তিতে আছেন এখানকার মানুষ। ভূমি ব্যবস্থাপনার কারণে বাঙালিরা বাস্তুচ্যুত হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কাছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাংলাদেশের পবিত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের মধ্যে বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চুক্তির পুনর্মূল্যায়ন, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার আপসারণ, পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রত্যাহারকৃত নিরাপত্তা বাহিনীর ক্যাম্প পুনঃস্থাপনের জোর দাবি জানানো হয়।

আরটিভি/এমএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়