দাঁড়িয়ে থাকা বাসে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২
গোপালগঞ্জে সদরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইলিয়াস কাজী (৫৫)। তিনি পেশায় একজন বাস মালিক। অন্যজন যশোর জেলার মনিরামপুরের মাসুম মিয়া (৪৫), তিনি পেশায় হকার।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে লোকাল বাসটি একটি বাই-সাইকেলকে চাপা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক মাছুম মিয়া নিহত হন। এ সময় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ৪ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ইলিয়াস কাজীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
আরটিভি/এমএ-টি
মন্তব্য করুন