টঙ্গীর জোড় ইজতেমায় ৩ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ৫ দিনের জোড় ইজতেমায় অংশ নেওয়া আরও ৩ মুসল্লি মারা গেছেন। এ নিয়ে জোড় ইজতেমায় ৪ জন মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক শুরা-ই-নেজাম তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
মৃতরা হলেন রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫), দিনাজপুর সদর থানার মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮) ও সিরাজগঞ্জ সদর থানার শহিদুল ইসলাম (৬৫)।
এ বিষয়ে মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, রোববার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে হায়দার আলীকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে কাউসার আলী নামে আরও একজন মারা গেছেন। জোড় ইজতেমার চতুর্থ দিনে আমল করার সময় শহিদুল ইসলাম বুকে ব্যথা অনুভব করেন। পরে তার ছেলের মাধ্যমে আশুলিয়ার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। সোমবার বাদ ফজর ইজতেমা মাঠে তার জানাজা শেষে নিজ বাড়িতে নিয়ে যায় তার পরিবার।
তিনি আরও বলেন, এ ছাড়াও গত শুক্রবার বাদ আসর ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামে আব্দুল হামিদ মাতাব্বের ছেলে আব্দুল হাকিম আকন্দ (৭২) ইজতেমায় মারা যান। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে এবারের জোড় ইজতেমায় চার মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দোয়ার মাধ্যমে শেষ হবে জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।
আরটিভি/এমকে
মন্তব্য করুন