• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

সুজানগরে মার্কেটে আগুন, নেভাতে গিয়ে দগ্ধ ৫

পাবনা উত্তর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩২
সুজানগরে মার্কেটে আগুন, নেভাতে গিয়ে দগ্ধ ৫
ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁজজন দগ্ধ হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে মার্কেটের ১০টি দোকান পুড়ে গেছে।

দগ্ধদের নাম জসিম উদ্দীন (২৫), রাব্বি (২৪), মিরাজুল (১৯), জনাব আলী (৫০) ও জব্বর আলী (৪৫) বলে জানা গেছে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মার্কেটের জনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত দশটি দোকানে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরটিভি/এসএইচএম-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কেটে ঢুকে ৭ দোকানের মোবাইল লুট
গভীর রাতে চলন্ত কাভার্ডভ্যানে আগুন
ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন
রোহিঙ্গা শিবিরে ফের আগুন, পুড়ল ৫ স্থাপনা