• ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

গভীর রাতে চলন্ত কাভার্ডভ্যানে আগুন

আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, রাতে পণ্যবাহী কাভার্ডভ্যান মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকা অতিক্রম করছিল। এ সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া গণমাধ্যমকে বলেন, ওভারহিটের কারণে ব্যাটারির অ্যাসিড থেকে কনটেইনারের ভেতরে আগুনের সূত্রপাত হয়। তাতে ভেতরে থাকা অর্ধলাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে সঠিক সময়ে আগুন নেভানোর ফলে ক্ষতি কম হয়েছে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসনাত-সারজিসের গাড়িবহরে ধাক্কা, রিমান্ডে ২ আসামি
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি পিছিয়ে ২ জানুয়ারি
চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১  
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানি মঙ্গলবার