• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে নানান আয়োজনে হানাদারমুক্ত দিবস পালন

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯
ছবি : আরটিভি

আজ ৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও পাকিস্তানি হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের ২ ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী শহর ছেড়ে দিনাজপুরের বীরগঞ্জের দিকে পিছু হটতে থাকে। অবশেষে ৩ ডিসেম্বর ভোরে শত্রুমুক্ত হয়ে চৌরাস্তায় বিজয় পতাকা উড়িয়ে দেওয়া হয়। এই বিজয় ছিনিয়ে আনতে জেলায় দশ হাজারেরও অধিক মানুষকে প্রাণ দিতে হয়েছিল। পাশবিক নির্যাতনের শিকার হতে হয়েছিল দুই হাজার মা-বোনকে।

দিবসটিকে ঘিরে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন, উদীচী শিল্পীগোষ্ঠী ও পীরগঞ্জ প্রেসক্লাব রাত ১২টা ১ মিনিটে অপরাজেয় ৭১ স্মৃতিসৌধে শহীদের শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের পাবলিক লাইব্রেরির মাঠে শহীদ বুদ্ধিজীবী নাম ফলকে এবং পীরগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়। এতে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেয়

আরটিভি/এএএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শৈশবের বন্ধুদের সঙ্গে আনন্দ-আড্ডায় মির্জা ফখরুল, শোনালেন আবৃত্তি
ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে ধরা পাসপোর্ট অফিসের কর্মকর্তা
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি'র শুটিংয়ে ভাঙচুরের ঘটনায় ফের হানিফ সংকেতের কড়া জবাব