সিলেটের এমসি কলেজে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রলীগের দুই পক্ষে ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে কলেজটির ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ তাদের পরিচয় জানায়নি।
কয়েকজন প্রত্যক্ষদর্শীদের দাবি জানান, সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
শাহপরান থানার ওসি আক্তার হোসেন জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিলাগড় এমসি কলেজে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল অবস্থান নিয়েছিল। এ সময় মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে ছাত্রলীগের একটি মিছিল এমসি কলেজে ঢোকার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।
এসএস