• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৫
ছবি: সংগৃহীত।

ফরিদপুরের সদরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল আলম আশিক মুন্সি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সদরপুর বাজার এলাকার দর্জিগলির সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের ফজলুর রশিদ ওরফে ছিতু মুন্সির ছেলে।

জানা যায়, আশিক বাড়ি থেকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আটরশির দিকে যাচ্ছিলেন। পথে সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক মহাসড়কে সদরপুর বাজারের দর্জিগলির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
পর্যটকবাহী গাড়ি উল্টে ৯০ ফুট গভীর খাদে, আহত ৫ 
ফরিদপুরে মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, নিহত ৫