ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর, হাত-পা বিচ্ছিন্ন শিশুর
মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় মিথিলা (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় তার কোলে থাকা ১১ মাসের শিশুর দুই হাত-পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা রেললাইনের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিথিলা আক্তার শিবচর উপজেলার চর বাচামা এলাকার মইজউদ্দিন মাদবরের কান্দি গ্রামের বিলাল সরদারের মেয়ে। হাত-পা বিচ্ছিন্ন গুরুতর আহত শিশু আয়শা আক্তার একই উপজেলার মাদবরেরচর ইউনিয়নের নাসিরেরমোড় এলাকার সুজন মিয়ার মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১১ মাসের ভাগনি আয়শাকে নিয়ে বিকেলে বাড়ির কাছে রেললাইনে ঘুরতে বের হয় খালা মিথিলাসহ পরিবারের বেশ কয়েকজন। রেল লাইনে দাঁড়িয়ে ছবি তোলার সময় অসাবধানতাবশত ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় মিথিলা এবং তার কোলে থাকা ১১ মাসের আয়শার হাত-পা বিচ্ছিন্ন হয়।
পরে আহত শিশুকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় নিহত কিশোরীর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় তার ভাগনিকে ঢাকায় পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন