চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক
চাঁদপুর শহরে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক করেছে পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের শহরের আদর্শ মুসলিম পাড়া ও মোমিন পাড়াসহ বেশ কিছু এলাকায় চাঁদপুর সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- শহরের প্রফেসার পাড়া এলাকার ইউসুফ ব্যাপারীর ছেলে ইব্রাহিম ইউসুফ আবির (১৯) ও বড় স্টেশন এলাকার দেওয়ান বাড়ির হাশিম দেওয়ানের ছেলে সিয়াম হোসেস (১৪)।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, শহরের আদর্শ মুসলিম পাড়া ও মোমিন পাড়ার এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করে। এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, কিশোর গ্যাংয়ে নির্মূল করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন