• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতিয়ায় ইসলামী আন্দোলনের গণ জমায়েত

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭
ছবি : আরটিভি

উগ্রবাদী সংগঠন ইসকন বন্ধের দাবিতে গণ জমায়েত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সংগঠনের হরনী ইউনিয়ন শাখার উদ্যোগে পরিষদ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন হাতিয়া উত্তর শাখার সভাপতি আবু যর গিফারী সুমন। বক্তব্য রাখেন উত্তর শাখার সহসভাপতি হাজী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুখ, ইসলামী যুব আন্দোলন সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক এম আসাদুল্লাহ গালিব, হাফেজ মইনুল ইসলঅম মো. ইয়াসিন আরাফাত।

প্রধান অতিথির বক্তব্যে আবু যর গিফারী সুমন বলেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। ইতোমধ্যে এই সংগঠনের কর্মকাণ্ড সারা বিশ্বে সমালোচিত হয়েছে। আমরা এই সংগঠনের কার্যক্রম বন্ধের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর সারা দেশ স্বাধীন হলেও হাতিয়ার হরণী ইউনিয়ন স্বাধীন হয়নি। এই ইউনিয়নের পশ্চিম পাশে সন্ত্রাসী গ্রুপ রাজত্ব করছে। তারা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের, এখন তারা বিএনপি নেতাকর্মীদের সমর্থন নিয়ে এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে তারা অনেকের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে। মাছ ঘাটও দখল থেকে বাদ যায়নি। এক সময় এই ইউনিয়নরে টাংকি বাজার ও মাইন উদ্দিন বাজারে দুটি পুলিশ ফাঁড়ি ছিল। এখন এই দুটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম বন্ধ। এতে সন্ত্রাসীরা সহজে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। আমরা এই দুটি পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালু করার দাবি জানাচ্ছি।

এদিকে গণ জমায়েতকে কেন্দ্র করে হরণী ইউনিয়ন পরিষদ মাঠে বিশাল প্যান্ডেল তৈরি করা হয়। ইউনিয়নরে বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর পরই লোকজন এসে উপস্থিত হন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় পাঁচ শিক্ষককে বিদায় সংবর্ধনা দিলো শিক্ষার্থীরা
আমরা রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান
হাতিয়ায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন
ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭৭ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা