• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ, ট্রেজারার রুবেল

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮
ছবি : আরটিভি

পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে শরিফ উদ্দীন সভাপতি ও শফিউজ্জামান রুবেল পাটোয়ারী ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টায় পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির হলরুমে চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের নির্বাচন কমিশনার এবং পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল নতুন কমিটি ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহসভাপতি পদে আবু হিরন এবং সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান।

এর আগে, সভাপতি, ট্রেজারার, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি (দুটি) পদসহ মোট পাঁচটি পদে শরিফ উদ্দীন, আবু হিরন, আব্দুস সামাদ পুলক, খলিলুর রহমান ও শফিউজ্জামান রুবেল পাটোয়ারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবং ১২ জন পরিচালক তাদের সমর্থন করায় বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পরিচালকরা হলেন- রেজাউল করিম রেজা, সোহেল রানা মানিক, নুরুজ্জামান বাবু, এটিএম কামরুজ্জামান শাহানশাহ, আবুল কালাম আজাদ, শাহাদত হোসেন রঞ্জু, রায়হানুল আলম, নুর জামাল, হারুন উর রশিদ বাবু, হায়াতুন আলম, আবু দাউদ প্রধান ও রাওজুল কারিম।

এর আগে, মঙ্গলবার (৩ ডিসেম্বর) পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনের ১৭টি পরিচালকের পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে শরীফ হোসেনের প্যানেলে ১৭ জন পরিচালকের মধ্যে ১২ জন এবং শাহানশাহ প্যানেলের ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন। একজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়