• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৬

সাভারের কলমা এলাকার আলোচিত আ.লীগ নেতা রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে থানায় কয়েকটি মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি আ.লীগ নেতা রুস্তম আলীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় সাভারের কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রস্তম আলী সাভারের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে এবং সাভার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, জুলাই-আগস্টে গণঅভুথ্যানের সময় গুলি করে নাজমুল নামে একজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি এই রস্তম আলী। এছাড়া তার বিরুদ্ধে জমি দখল, নারীদের শ্লীলতাহানিসহ একাধিক অভিযোগ রয়েছে। সেই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, রস্তম আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার একজন আসামি। পাশাপাশি সে এলাকায় আ.লীগের প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে জোড়পূর্বক জমি দখল, চাঁদা আদায়সহ একাধিক অভিযোগও পাওয়া গেছে।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ, থানায় অভিযোগ 
সরকারি জায়গায় যুবদল নেতার হোটেল নির্মাণের অভিযোগ
টাকা নেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে, প্রত্যাহার ৩ এসআই!
প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে নতুন সিদ্ধান্ত