• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতিয়ায় মেঘনা নদীতে দেখা মিলল বিশালাকৃতির তিমি মাছ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:০২
ছবি: আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ডুবোচরে আটকেপড়া অবস্থায় দেখা মিলেছে বিশাল আকৃতির একটি তিমি মাছের। পরে কোস্টগার্ড গিয়ে মাছটি নিরাপদে নদীর গভীর পানিতে ছেড়ে দেয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মেলে এই মাছের।

হাতিয়া কোস্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় চরে তিমি মাছটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখেন। পরে জেলেদের সহযোগিতায় মাছটিকে টেনে পানিতে নামিয়ে দেন। জেলেরা সকালে চরে হাঁটার সময় মাছটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, রাতে জোয়ারে এটি এখানে এসে আটকে পড়েছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মনের মতো ওজন হবে। মনে হয় দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।

এদিকে তিমি মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে নদীর তীরে। অনেককে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতে দেখা গেছে। অনেককে মাছের সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।

আরটিভি/এমএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলোচ্ছ্বাসে বেহাল সড়ক, নিঝুমদ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের দুর্ভোগ
হাতিয়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার অবৈধ জাল
হাতিয়ায় ২ ইটভাটা বন্ধ করে দিলো পরিবেশ অধিদপ্তর
মেঘনায় নৌকাডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার