• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাঁদপুরে ৪ প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬
ছবি : আরটিভি

চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৭৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসব ব্যবসায়ীদের কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার ও ঠাকুর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ পারফিউমারি নামক একটি গোডাউন থেকে প্রায় ৫২৫ কেজি, ভাই ভাই স্টোর, উত্তম স্টোর ও হাজী ক্লথ স্টোর নামক নামক ৩টি দোকান থেকে প্রায় ২৫০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। এ সময় অবৈধ পলিথিন বিক্রির দায়ে ৪ দোকান এর মালিককে ১৮ হাজার টাকা জরিমানা ধার্য-পূর্বক আদায় করা হয়।

এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প এর আওতায় শব্দ দূষণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ওয়ারুক বাজার এলাকায় মাত্রাতিরিক্ত শব্দ দূষণের দায়ে যানবাহনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং একটি যাত্রীবাহী বাসে ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

অভিযানে পরিবেশ অধিদপ্তর এর অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় শাহরাস্তি থানার একদল চৌকস পুলিশ সদস্য সহযোগিতা করেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ আটক ১
চাঁদপুরে ২ হাসপাতাল সিলগালা, একটিকে জরিমানা