ক্ষুদ্র-জাতিগোষ্ঠির সঙ্গে দ্বায়িত্বশীলদের যোগাযোগ বৃদ্ধিতে রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৮:১৮ পিএম


ক্ষুদ্র-জাতিগোষ্ঠির সঙ্গে দ্বায়িত্বশীলদের যোগাযোগ বৃদ্ধিতে রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন
ছবি : আরটিভি

কমিউনিটি রেডিওর মাধ্যমে ক্ষুদ্র-জাতিগোষ্ঠির সমস্যা চিহ্নিত করণ ও তা-সংস্লিষ্ট কতৃপক্ষের কাছে তুলে ধরতে নির্মিত রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। 

স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা বেগম, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টির পরামর্শক সাংবাদিক হাসিবুর রহমান বিলু, সমষ্টির কর্মসূচী সমন্বয়কারী জাহিদুল হক খান, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমুসহ অনান্যরা। 

বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার আয়োজনে এ সেমিনারে ক্ষুদ্র-জাতিগোষ্টির প্রতিনিধিরা সুপেয় পানি সংকটসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন ও শেষে লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে থাকা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর প্রধানরা ক্ষুদ্র-জাতিগোষ্টির জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। 

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission