• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

ক্ষুদ্র-জাতিগোষ্ঠির সঙ্গে দ্বায়িত্বশীলদের যোগাযোগ বৃদ্ধিতে রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৮
ছবি : আরটিভি

কমিউনিটি রেডিওর মাধ্যমে ক্ষুদ্র-জাতিগোষ্ঠির সমস্যা চিহ্নিত করণ ও তা-সংস্লিষ্ট কতৃপক্ষের কাছে তুলে ধরতে নির্মিত রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ।

স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা বেগম, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টির পরামর্শক সাংবাদিক হাসিবুর রহমান বিলু, সমষ্টির কর্মসূচী সমন্বয়কারী জাহিদুল হক খান, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমুসহ অনান্যরা।

চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার আয়োজনে এ সেমিনারে ক্ষুদ্র-জাতিগোষ্টির প্রতিনিধিরা সুপেয় পানি সংকটসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন ও শেষে লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে থাকা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর প্রধানরা ক্ষুদ্র-জাতিগোষ্টির জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার 
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
নাচোলে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত