সংখ্যালঘু নিয়ে ভারত মিথ্যাচার করছে: হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট
বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন, কিন্তু পতিত শেখ হাসিনা ভারতকে দিয়ে বাংলাদেশবিরোধী মিথ্যা প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। এ সময় ভারত সরকারকে এই কাজ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে রংপুরে ভারতীয় গণমাধ্যম ও ধর্মান্ধ রাজনৈতিক কিছু ব্যক্তির বাংলাদেশবিরোধী প্রচারণা, হাইকমিশনে হামলা, পতাকা পোড়ানের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ থেকে এই দাবি করেন তারা।
মিছিলটি নগরীর গ্রান্ড হোটেল মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব চত্বর থেকে ঘুরে আবারও গ্রান্ড হোটেল মোড়ে এসে সমাবেশ করে। এ সময় ফ্রন্ট নেতাদের পাশাপাশি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব আনিছুর রহমান লাকু।
এ সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্ট্রের পীরগঞ্জ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবীন চন্দ্র মোহন্ত বলেন, ভারতে সহকারী হাই কমিশনে মৌলবাদী হিন্দুরা হামলা করেছে। আমরা রংপুরের সকল হিন্দুদের পক্ষ থেকে তাই প্রতিবাদে মাঠে নেমেছি। আমরা ওই ঘটনার প্রতিবাদ করছি ও বিচার দাবি করছি।
রংপুর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব রায় বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত, অভিন্ন নই। আমরা সুষ্ঠুভাবে বসবাস করছি। কোনো সাম্প্রদায়িক ফ্যাসাদ ছাড়াই। কিন্তু বিগত দিনের পতিত শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে গিয়ে ভারত সরকারকে উস্কে দিয়ে আগরতলায় বাংলাদেশের অ্যাম্বাসিতে হামলা ও পতাকা পুড়িয়ে দিয়েছে। প্রতিবাদ জানাতে আমরা মিছিল করেছি। এরপর যদি কেউ এ ধরনের ঘটনা ঘটায় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করবো।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের রংপুর জেলার সভাপতি বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান ভাইয়েরা আমরা আগে থেকেই ঐক্যবদ্ধ। এটা আজকের নয়। শত বছরের ঐক্য। ভারতীয় যে দালালেরা পতিত হাসিনার ইন্ধনে মিথ্যা প্রচারণা এবং হামলা ও জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে, এরা হাসিনার পতনকে মেনে নিতে পারেনি। তাদেরকে জানাতে চাই, আমাদের ঐক্য এখন আগের চেয়ে আরও অটুট।
আরটিভি/এএএ
মন্তব্য করুন