• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশা চালক নিহত

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২৪, ২২:৩০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যানচাপায় অটোরিকশাচালক নিতাই বর্মণ (২৫) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ থানার সামনে কাভার্ডভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত নিতাই বর্মণ উপজেলার সাতভাইয়াপাড়া গ্রামের উমেষ বর্মণের ছেলে।

সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বারী জানান, অটোরিকশাটি উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে বৈদ্যেরবাজারের উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল। এ সময় সোনারগাঁ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার চালক ছিটকে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানসহ চালককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার 
চাঁদপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১ 
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
সড়ক বিভাজকে উঠে গেল ট্রাক, যেভাবে উদ্ধার হলেন চালক