মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল শাহরুখের
টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শাহরুখ আকন্দ নাবিল নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে তার দুই বন্ধু লিমন ও রবিন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর সড়কের গোবিন্দাসী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও ঘাটাইল উপজেলার পাচটিকড়ী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে।
স্থানীয়রা জানায়, ভূঞাপুর থেকে তিন বন্ধু নাবিল, লিমন ও রবিন প্রাইভেট পড়তে মোটরসাইকেলে পাথাইলকান্দি বাজারে যাচ্ছিল। সকাল ৯টার দিকে গোবিন্দাসী এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহরুখ আকন্দ নিহত হয়। গুরুতর আহত হয় লিমন ও রবিন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানার ওসি একে এম রেজাউল করিম বলেন, নাবিলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন