• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য ভাবতেন: ডা. জাহিদ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৭:১৮
স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য ভাবতেন: ডা. জাহিদ
ছবি : আরটিভি

পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রভুরা বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যের মতো ভাবতেন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও ব্যবসায়ীদের সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের মধ্যে যারা বিভাজন ও বিভেদ সৃষ্টি করতে চায়, দুর্বল মনে করে তারা বোকার স্বর্গের বাস করে। আমাদের ধর্মীয় বিশ্বাস ও রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হলেও আমরা একই সমাজে বাস করি। দেশের মানুষ কারো উসকানিতে পা দিবে না। আমরা ভারতের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে সুধী সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মন্ডল, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ রেজা আহমেদ বিপুল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ জুয়েল হোসেন, বিএনপি নেতা শাহিন মন্ডল, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন
গোপালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০
জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়েনি: নজরুল 
স্বৈরাচারের লোকদের কেউ দলে ভেড়ালে প্রতিরোধ গড়ে তোলা হবে: রিপন