পঞ্চগড়ে ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু
পঞ্চগড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় হালের নিচে চাপা পড়ে ইউসুফ ওরফে সালমান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমান ওই গ্রামের আবু জিন্নাত সুমনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে বলেয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের জমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিল। জুমআর নামাজ পড়ে বাড়িতে এসে শিশুটি ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে। এক সময় সে পা পিছলে পড়ে যায়। ট্রাক্টরের চালক পেছনের দিকে না তাকিয়ে জমি চাষ করতে থাকে। এ সময় আশপাশের লোকজন দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জমি থেকে শিশু'র মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়।
এ বিষয়ে নিহতের বড় চাচা সাইদার আলী বলেন, ‘আমার ভাতিজার জন্মের পরেই তার মা মারা গেছে। আমিসহ তার নানা-নানি তার দেখাশোনা করতাম। দুপুরে সে খেলার মাঝে হাল দেওয়া দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়।
পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান বলেন, ‘এটি একটি মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
আরটিভি/এমকে/এআর
মন্তব্য করুন