• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

শীতে কুড়িগ্রাম জবুথবু, তাপমাত্রা সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫২
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে ঘন কুয়াশায় ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের সঙ্গে ঘনকুয়াশায় জবুথবু হয়ে পড়েছে জনপদ। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। ফলে শ্রমিক ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছে। তারা সময়মতো কাজে যেতে পারছে না। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও বেড়েছে।

আবহাওয়া অফিসের তথ্যেমতে, শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভরুঙ্গামারী বলদিয়া ইউনিয়নের দিনমজুর জসিম উদ্দিন জানান, কয়েক দিন থেকে খুব ঠান্ডা ও কুয়াশা। কাজ করা খুব সমস্যা হইছে আমারগুলার। আজও সেই কুয়াশা রাস্তা দেখায় যায় না। কাজ করার সময় হাত বরফ হয়ে যায়।

অটোরিকশাচালক শিপন মিয়া জানান, সন্ধ্যার পর হতে প্রচুর কুয়াশা পড়ে। হেড লাইট জ্বালিয়ে দুই হাতে বেশি দেখা যায় না। ফলে সড়কে চলাচল ঝুকিপূর্ণ হয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে তাপমাত্রা কমে ২-৩টি শৈতপ্রবাহ এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের যেদিন থেকে শৈত্যপ্রবাহ
শীত নিয়ে আবহাওয়ার নতুন বার্তা
বেড়েছে শীতের তীব্রতা, পঞ্চগড়ের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
যেসব অঞ্চলে শীত বাড়তে পারে