• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

মোটরসাইকেলের ধাক্কায় চালক ও পথচারী দুইজন নিহত

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৭
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ষাইটপাকিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। নিহত বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান (৮৫) ঝালকাঠি সদর উপজেলার বারুইয়ারা এলাকার মৃত আমিন উদ্দিনের ছেলে ও আল আমিন তাহেনী (৩৮) মাদারীপুর উপজেলার সিরাজুল হক তাহেনীর ছেলে। তিনি ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় আল আমিন তাহেনীর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মফিজুর রহমানকে ধাক্কা দিয়ে গাড়িসহ রাস্তার পাশে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন। বর্তমানে দুইজনের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে আছে।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল করেছে। ময়নাতদন্ত করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এফআই/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিডি হলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে: ডিএমপি কমিশনার
দেশের বাজারে জিক্সার ২৫০ সিসির নতুন মোটরসাইকেল, দাম কত
১২ পুলিশ সুপারকে বদলি
ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার বন্ধের দাবি সাবেক পুলিশ কর্মকর্তাদের