গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
উত্তরের জেলা পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সময় গড়ানোর সঙ্গে বাড়ছে কুয়াশা আর মেঘের আধিপত্য। ঘন কুয়াশার কারণে সকালে থেকেই হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। শীতের তীব্রতা বাড়ায় দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও পঞ্চগড়ে দিনের তাপমাত্রা কমছে। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও ঘন কুয়াশা এবং হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে।
আরটিভি/এএএ/এস
মন্তব্য করুন