• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

গুণাহ মাফের ফরিয়াদ জানিয়ে শেষ হলো খুলনা জেলা ইজতেমা

আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০০
ছবি: সংগৃহীত।

আখেরি মোনাজাতে লাখো মুসল্লির চোখের পানিতে গুণাহ মাফের ফরিয়াদ জানিয়ে শেষ হলো খুলনা জেলা ইজতেমা।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শুরু হয়, শেষ হয় ১২টা ৩০ মিনিটে। খুলনার ময়ূরি আবাসিক এলাকায় এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইজতেমা ময়দান থেকে এ মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুণাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত চেয়ে প্রার্থনা করেন মুসল্লিরা। আখেরি মোনাজাত চলাকালে ইজতেমাস্থল ও আশপাশ এলাকায় আমিন-আমিন ধ্বনি শোনা যায়।

সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আল্লাহর প্রতি নত হয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে মুসল্লিরা মনের আকুতির কথা জানান।

এদিকে আখেরি মোনাজাত উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। ইজতেমা ময়দান এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে চারপাশ এবং বাইরে সিসি টিভির আওতায় আনা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও র্যাব পৃথক পৃথক নিয়ন্ত্রণ কক্ষ খোলে। এছাড়াও সেনাবাহিনী এবং নৌবাহিনীর টহল টিম নজরদারীতে রাখেন ইজতেমা ময়দান।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুলনা জেলা ইজতেমা শুরু ৫ ডিসেম্বর