• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

মহিপুরে ইয়াবাসহ ৩ মাদককারবারী গ্রেপ্তার 

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২২
ছবি : আরটিভি

পটুয়াখালীর মহিপুরে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা এলাকার পুরান মহিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাকিব আল ইমরান ওরফে হাত কাটা ইমরান (২৬), আসাব (৩০), সিহাব (২৮)। এদের সকলের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনাকালে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের বসত বাড়ির আঙ্গিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদককারবারের মূল হোতা মশিউর রহমান জানালা দিয়ে পালিয়ে যায়। এরা সকলে মাদক মামলার আসামী। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, তারা সবাই একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এদের আদালতে প্রেরণ করা হয়। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক কোরালের দাম ২০ হাজার টাকা
দেখা মিলল বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের
মহিপুরে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও ক্যাটল শেল্টার উদ্বোধন
ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে: নুর