• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

গভীর রাতে বাড়িতে অগ্নিকাণ্ড, প্রাণ গেল ২ নারীর

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৪:১৮
ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা ও চাচি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে শহরতলীর মোস্তফাপুর গ্ৰামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌।

মৃতরা হলেন শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫)।

মৌলভীবাজার ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা যীশু তালুকদার বলেন, ঘরের সোফা ও ইনটিরিয়র ডিজাইনের জিনিস পুড়ে আগুন দ্রুত ওপরে ওঠে গেছে। দুই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসত মৃত ঘোষণা করেন। ওই দুই নারী আগুনে পুড়ে নয়, ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে মারা গেছেন।

তিনি আরও বলেন, ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠক খানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৪৪৪
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও