• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আদালত চত্বরে আ.লীগ নেতা কিরণের ওপর জুতা নিক্ষেপ

আরটিভি নিউজ

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৬
আদালত চত্বরে আ.লীগ নেতা কিরণের ওপর জুতা নিক্ষেপ
ছবি: সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আদালতে হাজির করারা সময় জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে পৃথক একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কিরণের ওপর ডিম নিক্ষেপ, প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছোঁড়াসহ ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ জনতা ও বিএনপির একাংশ।

জানা যায়, আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কিরণকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে গাজীপুর মেট্রোপলিটন আদালত-৫ এ নিয়ে যাওয়া হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ দিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল করেছে বিএনপির একাংশ।

বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, ‘এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার (গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র) মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাঁসি চাই।’

এর আগে গত ১৮ নভেম্বর রাতে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক এই ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে বিজিবি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্চ আদালতের রায় মানছেন না অধ্যক্ষ, ভর্তি হতে পারছে না সহোদর-যমজ শিক্ষার্থীরা
ছাগলকাণ্ডের মতিউরের রিমান্ড চায় দুদক, শুনানি ২৭ জানুয়ারি
চিকিৎসককে ধর্ষণ-খুন: আদালতের রায়ে ক্ষুব্ধ তারকারা
সোবহান গোলাপের যুক্তরাষ্ট্রের সম্পদও ক্রোকের নির্দেশ