• ঢাকা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

দু’দিনের সফরে স্বপরিবারে কুষ্টিয়া আসছেন রাষ্ট্রপতি

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৫ জানুয়ারি ২০১৮, ১৫:৫৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪র্থ সমাবর্তনে যোগ দিতে স্বপরিবারে দুইদিনের সফরে আগামীকাল (শনিবার) কুষ্টিয়ায় আসছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার স্ত্রী মিসেস রাশিদা খানম, ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং মেয়ে মিসেস স্বর্ণা হামিদও থাকবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের সফর উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ কুষ্টিয়ায় সাজ সাজ রব লক্ষ্য করা গেছে। ইবি প্রশাসন ও কুষ্টিয়া জেলা প্রশাসন পুরো কুষ্টিয়াকে নিরাপত্তার চাদরে ঠেকে ফেলেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী জানান, আগামীকাল (শনিবার) বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করবেন। এ সময় তার কুঠিবাড়ি প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করার কথা রয়েছে। কুঠিবাড়ি পরিদর্শন শেষে বিকাল সাড়ে ৪টায় সার্কিট হাউসে যাবেন। সন্ধ্যা ৬টায় তিনি লালন একাডেমি পরিদর্শন করবেন।

পরদিন রোববার সাড়ে ১২টায় রাষ্ট্রপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তনে যোগ দেবেন। সমাবর্তনে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর হাতে সনদ ও মেডেল তুলে দেবেন তিনি।

সমাবর্তনে যোগ দেয়ার সময় তিনি শেখ রাসেল ও দেশরত্ন শেখ হাসিনা হলের উদ্বোধন করা ছাড়াও বঙ্গবন্ধু ম্যুরাল ও দৃষ্টিনন্দন ফোয়ারা উদ্বোধন করবেন।

জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ২ নারী নিহত
কুষ্টিয়ায় শীতার্তদের জন্য জেলা প্রশাসকের কাছে আশার কম্বল হস্তান্তর
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের
চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ১