আরটিভিতে সংবাদ প্রকাশের পর
ফেনীর মহিপাল বাস টার্মিনালের কাজ শুরু
বিশ বছরের দুর্ভোগের অবসান হতে চলছে। ফেনীর মহিপাল বাস টার্মিনালে দুর্ভোগ ও দুর্গতির শেষ নেই। জায়গা নিয়ে টানা হেছড়া, নানা বিতর্কের মাঝে ফেনী পৌরসভা শুধুমাত্র টেন্ডার ইজারা দিয়ে থাকে। কোন প্রকার উন্নয়ন ছাড়া কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের কারণে গত বিশ বছর যাবত উন্নয়নের ছোঁয়া লাগেনি এ টার্মিনালে।
একহাঁটু পানি ময়লা আবর্জনার স্তূপে তলিয়ে থাকে সারা বছর। কয়েকশ’ গাড়ি দাঁড়িয়ে থাকে মহাসড়কের ওপর। ফলে যানজটে নাকাল অবস্থায় ট্রাফিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এক রকম নাজুক অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন গাড়ির মালিক ও শ্রমিক গ্রুপের লোকজন। ভুক্তভোগীরা মামলা-হামলার ভয়ে কোন প্রতিবাদ করে না। বিষয়টি নিইয়ে সরেজমিনে প্রতিবেদন পাঠান এ প্রতিনিধি।
সম্প্রতি মহিপাল বাস টার্মিনালের দুর্ভোগ নিয়ে প্রকাশিত সংবাদ পৌর কতৃপক্ষের নজরে আসে। পৌর প্রশাসকও ডিডিএলজি, আব্দুল বাতেন, পৌরসভার সচিব আবুজর গিফারি সহসাই ব্যবস্থা নিবেন বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেন। তারই প্রেক্ষিতে গত তিনদিন থেকে উন্নয়নের কাজ শুরু হয়েছে। এতে মালিকও শ্রমিক গ্রুপের লোকজন বেশ খুশি। তারা দ্রুত এ ভোগান্তির নিরসন চান।
মন্তব্য করুন