• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন ব্যবসায়ী 

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৩১

নোয়াখালীর সোনাইমুড়ীতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে মামলা করে মোবারক উল্লাহ টিপু নামের ইন্টারনেট ব্যবসায়ী পালিয়ে বেড়াচ্ছে। মামলা প্রত্যাহার করতে অব্যাহত হুমকি দিচ্ছে বিবাদীরা। তাদের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগীর পরিবার।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে সোনাইমুড়ীতে কর্মরত সাংবাদিকদের কাছে এ সব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলার বিহিরগাঁও গ্রামের আলি আকবরের ছেলে ও আমিশাপাড়া-সোনাপুরে মোবারক উল্লাহ টিপু স্থানীয় ডিডি এন নামক ইন্টারনেট কোম্পানির ইনচার্জ হিসাবে কর্মরত রয়েছে। পাশাপাশি ব্যবসার অংশীধারত্ব হিসেবে দেখাশুনা করছেন। গত ২০ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ধন্যপুর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সালাহ উদ্দিন ওরপে সালু ও বেলায়েত হোসেন হাড্ডির নেতৃত্বে ১৫ থেকে ১৬ জনের একটি দল উক্ত প্রতিষ্ঠানে গিয়ে দখল ও চাঁদা দাবির উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করে। এক পর্যায়ে তারা চাপাতি, লাঠি ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ী মোবারক উল্লাহ টিপুকে (৪১) এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। ডিডি এন কোম্পানির অফিসের আলমিরার ড্রয়ার ভেঙে ২ লাখ টাকা, অগ্রণী ও সোনালী ব্যাংকের স্বাক্ষরিত চেকের পাতা, দুটি মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

পরে স্থানীয়রা টিপুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

ভুক্তভোগী টিপুর স্ত্রী মারজাহান বেগম বাদী হয়ে গত ৫ ডিসেম্বার নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে ১০ জন এজাহার নামীয় ও ৫ থেকে ৬ জন অজ্ঞাতকে বিবাদী করে একটি মামলা দায়ের করেন। আদালতে মামলা দায়েরের পর সোনাইমুড়ী থানার ওসিকে মামলা রুজুর নির্দেশ দেন। এতে বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে মামলা প্রত্যাহার করতে অব্যাহত হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী ও তার পরিবার প্রানভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

ভুক্তভোগীর স্ত্রী মারজাহান প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এলাকাবাসী জানান, সালাহ উদ্দিন ও তার সহযোগীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসা করে আসছে। তাদের ভয়ে এলাকার জনসাধারণ আতঙ্কে দিনপাত করছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম এ বিষয়ে বলেন, ইন্টারনেট ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় আদালতে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপরাধী! আপনি কেন হেগে নেই: ব্লিঙ্কেনের উদ্দেশে সাংবাদিক
কলরেট ও ইন্টারনেট নিয়ে সুখবর
৬ ধরনের রোগীকে বিশেষ সতর্কতার পরামর্শ
পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মিলল চিকিৎসকের