• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

নওগাঁয় ডাম্প ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ ডিসেম্বর ২০২৪, ২০:৩১
নওগাঁয় ড্রাম ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
ছবি : আরটিভি

নওগাঁর মান্দায় ডাম্প ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাহাপুকুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জেলার সাপাহার উপজেলার চৌধুরীপাড়া এলাকার এনামুল হকের ছেলে আলভী রাব্বানী জিহান (৩২) ও আব্দুল জব্বারের ছেলে মাহিন আহমেদ সাগর (২৭)।

স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি রাজশাহী থেকে নওগাঁর দিকে আসতেছিলো। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাওয়া দ্রুতগামী একটি ডাম্প ট্রাকে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ। এ সময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে পিলারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। প্রাইভেটকারের পেছনে থাকা একটি বাসকেও ধাক্কা দিয়ে পালিয়ে যায় ড্রাম ট্রাকটি। তবে বাসে থাকা কোনো যাত্রীর হতাহত হয়নি।

সকাল থেকেই ঘন কুয়াশা আচ্ছন্ন থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরটিভি/এমকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁ প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্যসচিব জয়
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭
নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১০.৪ ডিগ্রি 
নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, বিপর্যস্ত জনজীবন