ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতা বহিষ্কার

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ , ০৯:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দলীয় নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল। 

বিজ্ঞাপন

সোমবার (৯ ডিসেম্বর) জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামী, কুয়াকাটা ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও ৭নং ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

জানা গেছে, এর আগে গত শনিবার রাতে কুয়াকাটায় হোটেল হান্ড কড়াই (বার) ভাঙচুর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে এ বিষয়টি মিথ্যা দাবি করেন তারা।

বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামী বলেন, ‘কেন বহিষ্কার করা হয়েছে তা আমার জানা নেই। আমরা কোনো অপরাধ করিনি। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো।’

বিজ্ঞাপন

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বলেন, ‘তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়মনীতির বাইরে যারা যাবে তাদের মধ্যে সংগঠন এই সিদ্ধান্ত নেবে। আমরা সংগঠনের নিয়ম নীতিতে সবসময় অটল থাকবো।’ 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |