• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

কীর্তিনাশা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১০:০৩
কীর্তিনাশা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
ছবি : আরটিভি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার কীর্তিনাশা নদী থেকে ভাসমান অবস্থায় মিরাজ মোল্লা (১৬) নামে এক বালু শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তারের চর এলাকায় কীর্তিনাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মিরাজ মোল্লা বরিশাল জেলার বানারিপাড়ার মিলন মোল্লার ছেলে।

নৌপুলিশ সূত্রে জানা যায়, মিরাজ মোল্লা নামে ওই কিশোর নদীতে বালুবাহী বলগেটে শ্রমিকের কাজ করতেন। গত ৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সহযোগীরা। সোমবার সন্ধ্যায় মোক্তারের চর এলাকায় কীর্তিনাশা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে এবং পরবর্তীতে শনাক্ত করে মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে সুরেশ্বর নৌ ফাড়ির পরিদর্শক আব্দুল জলিল বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের ফলাফল আসলে মৃত্যুর কারণ জানা যাবে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের মরদেহ উদ্ধার
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার