• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১২:১৭
ফরিদপুরে গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরেক বন্ধু ও মোটরসাইকেল আরোহী খালিদ শেখ (১৮) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার নাগারদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।

নিহতরা হলেন- শাওন মাতুব্বর (২৪) ও তাজিম সরদার (২২)।

নিহত মোটরসাইকেল চালক শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতব্বরের ছেলে। আর তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে।

এ দিকে আহত খালিদ শেখকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, মোটরসাইকেলে তিন বন্ধু শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার অকটেন ভরার জন্য ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিলেন। তারা ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যান। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। এ সময় আহত খালিদ শেখের অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়‌।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যান। পরে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে মারা যান শাওন মাতুব্বর। এ ঘটনায় আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ ছাত্রদল কর্মী নিহত