• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর...

আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩
ট্রেন দেখে সন্তানকে নিয়ে রেললাইনে শুয়ে পড়লেন বাবা, অতঃপর....
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১০টায় টঙ্গীর বনমালা লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাদের মরদেহ টঙ্গী রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা।

প্রাথমিকভাবে নিহত দুজনের নাম ও পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। নিহত দুজনের একজনের বয়স আনুমানিক ৩০ বছর আর অন্যজনের ৮ বছর।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এর মধ্যে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে এগোলে হঠাৎ ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক ও সঙ্গে থাকা শিশুটি। ঘটনাস্থলে মারা যান দুজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা বলেন, ‘স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে ও আমাদের প্রাথমিক ধারণা অনুযায়ী নিহত দুজন বাবা ও ছেলে। মঙ্গলবার রাত পৌনে ১০টায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বনমালা লেভেল ক্রসিং পার হয়ে কিছুটা সামনে আসতে দেখেই ওই বাবা তার শিশুসন্তানকে নিয়ে রেললাইনের ওপর শুয়ে পড়েন। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান দুজন।’

তিনি আরও বলেন, ‘ট্রেনে কাটা পড়ে দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ
গাজীপুর-বিমানবন্দর বিআরটি প্রকল্পে বাস চালু ১৬ ডিসেম্বর
অসুস্থ বাবাকে জঙ্গলে ফেলে যান সন্তানেরা, এরপর যা ঘটল 
গুলিস্তান থেকে গাজীপুর যাবে বিআরটিসির এসি বাস