• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

মাটি খুঁড়ে মিলল বন্দুক-গুলি

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৬:৫২
ছবি : আরটিভি

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে মাটি খুঁড়ে দেশীয় তৈরি বেশ কিছু বন্দুক ও গুলি উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার (৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযারের সময় ‘অপরাধী চক্রের’ সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কামরুজ্জামান বলেন, বড়বিল এলাকায় সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্যরা মাটির নিচে দেশীয় তৈরি অস্ত্র মজুত রেখেছে খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। পরে তল্লাশির এক পর্যায়ে মাটিচাপা দেওয়া সন্দেহজনক একটি জায়গা দেখতে পায়।

পরে ঘটনাস্থলের মাটি সরিয়ে প্লাস্টিকের তৈরি একটি ড্রাম পাওয়া যায়। ড্রামটির ঢাকনা খুলে উদ্ধার করা হয় দেশীয় তৈরি পাঁচটি বন্দুক, ১১টি গুলি, ২৪টি গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ।

র‌্যাবের কর্মকর্তা বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কারা, কীভাবে সংগ্রহ করেছে এবং কি উদ্দেশ্যে মজুত রেখেছে তা জানতে র‌্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। অস্ত্রগুলো রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গা ক্যাম্পে দেড় শতাধিক ঘর পুড়ে ছাই, শিশু নিহত
‘আব্বা মারা যায়তাম তাড়াতাড়ি ট্যায়া দাও’, ভিডিও সম্পর্কে যা জানা গেল
এবার রেস্তোরাঁর সাইনবোর্ডে ভেসে উঠল ‘ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে’
বাথরুমে পড়ে ছিল মা-মেয়ের মরদেহ