• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

হাতিয়ায় ২ ইটভাটা বন্ধ করে দিলো পরিবেশ অধিদপ্তর

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ২১:০৮
ছবি : আরটিভি

নোয়াখালীর হাতিয়ায় অনুমোদন না থাকায় দুটি ইটভাটা সাময়িক বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগে ইটভাটা দুটিকে ৫০ হাজার করে একলাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে হাতিয়ার গামছাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন ও নোবাহিনীর সদস্যরা। পরে হাতিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের মজহার উদ্দিন ব্রিকফিল্ড চরকিং সাফদার ব্রিকফিল্ডে অভিযান করা হয়। এ সময় মজহার উদ্দিন ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা ও সাফদার ব্রিকফিল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল সরদার বলেন, এই দুটি ব্রিকফিল্ডে অভিযান করা হয়। এদের বৈধ কোনো কাগজ পত্র নেই। তারা কৃষি জমি ব্যবহার করে ইট তৈরি করে। পরিবেশ আইনে তাদেরকে জরিমানা ও অনুমোদন না থাকায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জলোচ্ছ্বাসে বেহাল সড়ক, নিঝুমদ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের দুর্ভোগ
হাতিয়ায় পোড়ানো হলো ৩ লাখ টাকার অবৈধ জাল
মেঘনায় নৌকাডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার
হাতিয়ায় মেঘনা নদীতে দেখা মিলল বিশালাকৃতির তিমি মাছ