• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ২২:১৮
ফাইল ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে বার্ধক্যজনিত কারণে স্বামী নজির হোসেন আকন্দের (৭৫) মৃত্যু হওয়ার মাত্র চার ঘণ্টা পর মারা গেছেন স্ত্রী রশিদা বেগমও।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ের বাড়ি সদর উপজেলার হাট লক্ষীপুর গ্রামে বেড়াতে গিয়ে মৃত্যু হয় নজির হোসেনের। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার স্ত্রী রশিদা বেগমের (৬৫)।

নিহত নজির হোসেন অবসরপ্রাপ্ত আনসার সদস্য ছিলেন। অবসরের পর বাড়িতে কৃষি পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ওই গ্রামের মৃত নসিম উদ্দিন আকন্দের ছেলে।

নজির হোসেন আকন্দের নাতি মো. হাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তার দাদা। এক সপ্তাহ আগে মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে থাকা অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ মারা যান তিনি। এদিকে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তার স্ত্রী। হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারও মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা আকন্দ গণমাধ্যমকে জানান, স্বামী নজির হোসেনের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রীর এমন মৃত্যু দুঃখজনক।

আরটিভি/এএএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় তিন গাড়ির সংঘর্ষ, শিশুসহ নিহত ৩
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৩
মিশরে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যুতে রাষ্ট্রদূতের শোক