• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

রাইস মিলের ছাইয়ে শিক্ষার পরিবেশে বিঘ্ন, প্রতিবাদে মানববন্ধন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ২২:৪৬
ছবি : আরটিভি

ঢাকার ধামরাইয়ে রাইস মিলের ছাইয়ে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় ধামরাই-কালিয়াকৈর সড়কের পাশে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধামরাইয়ের সীমা অটো রাইস মিল, আরিয়ান ইন্টারন্যাশনাল ও সাহেব আলী অটো রাইস মিলসহ কয়েকটি রাইস মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। বারবার বলা হলেও মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

ভাড়ারিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সুলতান আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আলহাজ জামাল উদ্দিন স্কুলের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল হোসেন ও স্কুলের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, রাইস মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যহত হচ্ছে। ক্লাসের চেয়ার, টেবিল বেঞ্চ ছাইয়ের স্তূপ তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ইউনিফর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি টিফিনও নষ্ট হচ্ছে।

তারা বলেন, মিলের কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে ছাত্র-ছাত্রীরা শ্বাসকষ্টসহ নানা অসুখে ভুগছে। কালো ধোঁয়া, ছাই ও নির্গত বর্জ্য থেকে কৃষি জমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় রাইস মিলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান তারা।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন
শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন 
ধামরাইয়ে খাদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প: অবৈধ মাটিকাটা বন্ধে মানববন্ধন