• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সংকট কাটাতে ৫২ হাজার টন সয়াবিন তেল আমদানি

আরটিভি নিউজ

  ১০ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৭
তেল
ছবি: সংগৃহীত

ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চট্টগ্রাম বন্দরে এলো ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল। দেশে তেলের সংকট কাটাতে এই তেল ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। তবে এ তেল আসার একদিন আগেই তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানো হয়েছে। এসব তেল দেশে এনেছে বড় তিনটি প্রতিষ্ঠান।

এসব ব্যবসায়ীদের দাবি, আজকে আসা তেল পরিশোধন করে বাজারজাত করলে সয়াবিন তেলের দাম রোজার আগেই নিয়ন্ত্রণে আসবে।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, গত ৫ নভেম্বর আর্জেন্টিনা থেকে এমটি আরডমোর চেয়েন্নে নামে একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা দেয়। জাহাজটি চট্টগ্রামে পৌঁছে ৬ ডিসেম্বর। মাল খালাস করে জাহাজটি ভারতের উদ্দেশ্যে ৯ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর ত্যাগ করে।

এমটি সানি ভিক্টরি নামের আরেকটি জাহাজ অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে ৭ নভেম্বর ব্রাজিলের বন্দর থেকে রওনা দেয়। ১০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছায়।

এ ছাড়া এমটি ডাম্বলডোর নামে আরেকটি জাহাজ গত ২ নভেম্বর দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। ৭ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছায়। এ ছাড়া একই দেশ থেকে জিঙ্গা থ্রেশার নামে একটি জাহাজ ৫ নভেম্বর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চারটি জাহাজে করে মোট ৫২ হাজার ১০০ টন অপরিশোধিত সয়াবিন তেল এসেছে। এর মধ্যে আরডমোর চেয়েন্নে থেকে সম্পূর্ণ তেল খালাস করা হয়েছে। বাকি তিনটি জাহাজ থেকে তেল খালাস করে কাস্টম নিয়ন্ত্রিত ট্যাংক টার্মিনালে রাখা হবে বলে জানান তিনি।

আরটিভি/এএইচে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সয়াচাঙ্ক দিয়ে ব্রকলির রেসিপি
সবজির স্বস্তি ম্লান চাল-মুরগিতে, ‘সংকট’ কাটেনি সয়াবিন তেলের 
পাম-সয়াবিন তেল ও মসুর ডাল কিনবে সরকার
দাম বাড়তেই ‘উধাও’ হওয়া সয়াবিন তেলে সয়লাব বাজার