• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক

আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:২১
দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক
ছবি : সংগৃহীত

চাঁদপুরে মিঠা পানির কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা কালীবাড়ি রোড এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে তিন প্রজাতির হাজার খানেক কচ্ছপ (আনুমানিক ৮০০ কেজি) আটক করা হয়।

মিঠা পানির কচ্ছপের আটকের তালিকায় এটি সবচেয়ে বড় চালান দাবি করে অসীম কুমার মল্লিক বলেন, কুঁচিয়া ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অসাধুচক্র এসব কচ্ছপ শিকার করে ভারতে পাচার করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ৫০০ কেজি, করি কাইট্টা ২৮০ কেজি এবং হলুদ কচ্ছপ ২০ কেজি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

অসীম কুমার মল্লিক জানান, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন ভবন, আগারগাঁও, ঢাকা কর্তৃক কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে।

আরটিভি/কেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি নাবিকের ছবি প্রকাশ
মাদকসহ ছেলে আটক, পালাতে গিয়ে বাবার মৃত্যু
সুন্দরবন থেকে ৪৩ জেলে আটক, জরিমানায় মুক্তি
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা