• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

শহীদ আবু সাঈদের বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকা সিএমএইচে

আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১২:৩০
ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ঢাকা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে রংপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৭ ডিসেম্বর তার বাবা জ্বর এবং পেটে ব্যথা নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে ১০ ডিসেম্বর তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে আর্মি হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়।

তিনি আরও জানান, পরীক্ষা-নিরীক্ষার পর তার বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ১৬ জুলাই গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ববিতে শহীদ আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
শহীদ আবু সাঈদের স্মরণে মাসকাট তৈরি, মুগ্ধকে নিয়েও বিশেষ পরিকল্পনা বিসিবির
শহীদ আবু সাঈদ স্মরণে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহীদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ