• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল মা-মেয়ের

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:৪০
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গয়নারকুটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মমেনা বেগম ও মেয়ে মুন্নি আকতার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোনাহাট থেকে অটোরিকশায় মোহাম্মদ আলী তার স্ত্রী মমেনা বেগম (৫৫) মেয়ে মুন্নি আকতার (২৫) ও মেয়ের জামাতা শহর (৩০) আলীকে নিয়ে ভূরুঙ্গামারীতে যাচ্ছিলেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোতে থাকা চালক বাবুসহ (১৮) চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মুন্নিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে মমেনা বেগমও মারা যান। আর আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে ট্রাকটিকে আটক করে স্থানীয়রা।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
পঞ্চগড়ে ট্রাক্টর উল্টে প্রাণ গেল চালকের
পৌরসভার গাড়িচাপায় প্রাণ গেল পরিচ্ছন্নকর্মীর
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের