• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুষ্টিয়া মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ১১ ডিসেম্বর ২০২৪, ১৫:৫১

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শনসহ জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া কালেক্ট্ররেট চত্বরে কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে জাতীয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়।

কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। এরপর জেলার মুক্তিযোদ্ধারা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, প্রয়োজনীয় স্মৃতি সংরক্ষণ করা হবে। আর পুলিশ সুপার বলেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।

উল্লেখ্য, আজ ১১ ডিসেম্বর, বহু আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা শত্রু মুক্ত হয়।


আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া মুক্ত দিবস আজ
নানা আয়োজনে হিলি হানাদার মুক্ত দিবস পালন
গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান
কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা, ২ নারী গ্রেপ্তার